ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘এক দো তিন’ থেকে ‘মার ডালা’—মাধুরীর সেরা আইকনিক নাচের সাজ

প্রকাশিত: ০২:৫২, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৫৬, ১৫ এপ্রিল ২০২৫

‘এক দো তিন’ থেকে ‘মার ডালা’—মাধুরীর সেরা আইকনিক নাচের সাজ

ছবি: সংগৃহীত।

বলিউডের 'ধক ধক গার্ল' নামে পরিচিত মাধুরী দীক্ষিত শুধু তার অভিনয়েই নয়, বরং নাচের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন বারবার। বিভিন্ন গানে তার পোশাকের ভিন্নতা ও স্টাইল হয়ে উঠেছে অনন্য। চলুন দেখে নিই তার সবচেয়ে চমকপ্রদ নাচের লুকগুলো।

'আজা নাচলে'


এই গানে মাধুরী পড়েছিলেন হালকা ও আধুনিক পোশাক, যা তার চলাফেরাকে করে তোলে আরও প্রাণবন্ত ও নরম-সৌন্দর্যপূর্ণ।

'দোলা রে'


এই গানে তিনি পরেছিলেন ঐতিহ্যবাহী বাঙালি শাড়ি, যার সোনালি পাড় ছিল খুবই নজরকাড়া। ঐশ্বর্য রায়ের সঙ্গে তার যুগল নাচ ছিল অসাধারণ।

'ধক ধক করনে লাগা'


এই গানে তার পরা সাদামাটা কমলা রঙের শাড়িটি আজও আইকনিক। সহজ অথচ চমকপ্রদ!

'ঘাঘরা'


এই গানে মাধুরী পড়েছিলেন ভারি কাজ করা ঘাঘরা-চোলি, যা তাকে রাজকীয়ভাবে উপস্থাপন করে। তার ঘূর্ণি ও নাচের ভঙ্গিমা মুগ্ধ করেছিল সবাইকে।

নুসরাত

×