ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সার্জারি করিয়ে বিপাকে অভিনেত্রী, ফুলে গেছে কপাল!

প্রকাশিত: ১৯:৩৯, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪০, ১৪ এপ্রিল ২০২৫

সার্জারি করিয়ে বিপাকে অভিনেত্রী, ফুলে গেছে কপাল!

ছবি: সংগৃহীত

ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। ইতোমধ্যেই বেশ কয়েকটি নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সৌন্দর্য নিয়েও অনুরাগীদের আগ্রহের কমতি নেই।

সাম্প্রতিক সময়ে মৌনির চেহারার পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে তার কপাল ও ঠোঁটের গঠনে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকেই। অনেকে এমনও বলছেন, অভিনেত্রী নাকি এমন কিছু প্রসাধন বা অস্ত্রোপচার করিয়েছেন, যার ফলে এখন তিনি স্বাভাবিকভাবে হাসতেও পারছেন না। এমন মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি নিজের একটি আসন্ন সিনেমার প্রচারে হাজির হন মৌনি। সেখানেই উপস্থিত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে তার মুখের ভিন্নতা। আগের তুলনায় তার চেহারার অনেকটাই পরিবর্তন হয়েছে বলে দাবি করছেন অনেকে। এর পর আরও একাধিকবার তাকে জনসম্মুখে দেখা গেলেও সেই গুঞ্জন থামেনি। অনেকের ধারণা, অতিরিক্ত রূপচর্চা ও অস্ত্রোপচারের ফলে মুখের স্বাভাবিক গড়ন বদলে গেছে।

তবে এই বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন মৌনি রায়। তার ভাষায়, “আমি এসব নেতিবাচক মন্তব্য দেখি না, আর পাত্তাও দিই না। তারা তাদের মতো করে বলুক, আমি আমার পথে থাকব। কেউ যদি সোশ্যাল মিডিয়ার আড়ালে বসে ট্রোল করতে চায়, করুক। এসব করে যদি তারা খুশি হয়, তাহলে তাই হোক।”

মৌনির এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে, গুঞ্জন বা নেতিবাচক মন্তব্য তাকে দমিয়ে রাখতে পারবে না।

শিহাব

×