
ছবি: সংগৃহীত
বলিউডের কিং খান শাহরুখ খানের বিলাসবহুল জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। এবার নিজেই সেই কৌতূহলে আরও রসদ জোগালেন এই অভিনেতা।
শাহরুখের ঘর শুধু মুম্বাইয়ে নয়—দুবাই, লন্ডন, ক্যালিফোর্নিয়া, এমনকি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও রয়েছে তার আবাস। তবে সবচেয়ে জনপ্রিয় তার মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’, যা ইতিমধ্যে শহরের একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে অবস্থিত শাহরুখের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। সান্তা মনিকা সৈকত থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত এ বাড়িটি সাদা ও বেজ রঙের থিমে সাজানো। অভ্যন্তরে রয়েছে প্রশস্ত সোফা, পড়াশোনার কোণা, বিলাসবহুল ঝাড়বাতি, ও দেয়ালজুড়ে বিশাল আয়না। এছাড়া রয়েছে সুইমিং পুল, জাকুজি এবং ছয়টি কামরা—সবমিলিয়ে যেন এক রাজপ্রাসাদ।
এই ভিলা সাধারণ মানুষের জন্য ভাড়ায়ও দেওয়া হয়। এক রাত থাকার জন্য খরচ পড়বে প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। একসময় ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং চলাকালে শাহরুখ ও অনুশকা শর্মা এই বাড়িতে পুরো টিমসহ সময় কাটিয়েছিলেন।
সম্প্রতি জানা গেছে, শাহরুখ তার মুম্বাইয়ের সমুদ্রবিষয়ক বাড়ি ‘মান্নাত’ থেকে সাময়িকভাবে উঠে গেছেন পালি হিলের একটি বিলাসবহুল আবাসনে। কারণ, ‘মান্নাত’-এর ভেতরের সাজসজ্জা নতুনভাবে গুছিয়ে তোলার কাজ শুরু হচ্ছে। তাই আপাতত পালি হিলের নতুন বাসস্থানেই থাকছেন শাহরুখ খান ও তার পরিবার।
শিহাব