ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই

প্রকাশিত: ১৭:১২, ১৪ এপ্রিল ২০২৫

মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই

ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বৈশাখ নিয়ে শৈশবে অন্যরকম উন্মাদনা কাজ করলেও তার খানিকটা এখনো তাঁর মধ্যে বিরাজমান বলেই জানালেন তিনি। সুনেরাহ জানান, এখনো পহেলা বৈশাখ তার কাছে ভীষণ প্রিয়।

গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘বৈশাখ নিয়ে আনন্দ তো বিরাজ করেই। সাজগোজ করা, পরিবারের সঙ্গে বসে পান্তা খাওয়া এবং এরপর বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়া।

তিনি আরো বলেন, ‘এবারও পরিবারের সঙ্গেই বৈশাখ পালন করা হবে। বৈশাখে আমার সবচেয়ে প্রিয় পান্তা, ঝুরা বিফ, কাঁচা মরিচ, শুঁটকি ভর্তা, ইলিশ ভর্তা। এগুলো খাবোই। পান্তা আমার এত বেশি প্রিয় যে মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই।

আমার কাছে ভালো লাগে। ভীষণ পান্তাপ্রিয় মানুষ আমি।’

 

 

শিহাব

×