
মৃত্যুর আগেই নিজের দেহ দান করে দিতে চান বলে জানিয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।
জুয়েল আইচ বলেন, আমি চাচ্ছি আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ যেন আরেকটা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। আমার চোখ দিয়ে অন্যজন দেখবে। আমার কিডনি দিয়ে অন্যকেউ বাঁচবে। আমার হৃদপিণ্ড দিয়ে আরেকজন বাঁচবে। আমার বোনম্যারো দিয়ে আরেকজন বেঁচে উঠবে। এমনি করে আমি তাজা অবস্থায় দিতে চাই। এখন সমস্যা হচ্ছে আমাদের দেশের আইন এটা অ্যালাউ করে না। তাঁরা অ্যালাউ না করলে তো আমার পক্ষে এটা সম্ভব না।
তিনি বলেন, আমি এটা নিয়ে কাজ করে যাচ্ছি। যদি আমি তাদের রাজি করাতে পারি, মামলা করে জিততে পারি তাহলে আমি জীবিত অবস্থায়ই আমাকে দিয়ে দিব।
সজিব