
বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ বন্ধু হয় না বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাবা মা ছাড়া কেউ বন্ধু হয় না। ভাই বোন তারাও যে বন্ধু হয় এমন না। বড় হলে তারাও সেলফিস হয়ে যায়। যে যার যার দিকে চলে যায়। কেউ কারো কথা চিন্তা করে না। বিয়েশাদি করার পর সবাই আলাদা আলাদা হয়ে যায়। বাবা মাই সবচেয়ে ভালো বন্ধু।
মিলা বলেন, অনেকে বলে মিডিয়াতে আমার বন্ধু নাই। কিন্তু আমি বলবো একচুয়ালি আমার অনেক বন্ধু আছে। ওই বন্ধু ওভাবে বলবো না। আমাকে আসলে যারা অনেক পছন্দ করে, ভালোবাসে তাঁরা আমার বন্ধু।
সজিব