ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

১৫ বছর পর আবারো একসাথে অন্তু করিম ও সায়না আমিন!

প্রকাশিত: ০১:৫২, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:০২, ১৪ এপ্রিল ২০২৫

১৫ বছর পর আবারো একসাথে অন্তু করিম ও সায়না আমিন!

পনেরো বছর। হ্যাঁ পুরো পনেরোটা বছর কেটে গেছে তবুও দর্শকের মনের আকাশে এখনো ভেসে বেড়ায় সেই হাসি সেই প্রাণবন্ত অভিনয়। বলছি অন্তু করিম ও সায়না আমিনের কথা। যাদের হাত ধরেই এই দেশে মিউজিক ভিডিওর যাত্রা শুরু হয়েছিল এক নতুন ধারায়। সময়টা ছিল তখন, যখন মিউজিক ভিডিও মানেই শুধু গানের সঙ্গে দৃশ্য নয় বরং ছিল এক অনুভব এক গল্প। আর সেই গল্প শুরু হয়েছিল একজীবন গান দিয়ে।

১৫ বছর পেরিয়ে গেছে তবু আজও মানুষ মনে রেখেছে সেই মিউজিক ভিডিও। সেই মুখ আর সেই অনুভব। একটি মাত্র কাজ দিয়েই তারা হয়ে উঠেছেন দর্শকের প্রিয় এবং স্মৃতির অমূল্য অংশ।

এবার বেসরকারি একটি টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে তারা কথা বললেন সেই সময়ের গল্প নিয়ে। যেখানে ছিল স্বপ্নের শুরু। ছিল মিডিয়া জগতের প্রথম পদচারণা। পুরনো দিনের গল্প এবং নতুন দিনের ভাবনা আর ভরপুর প্রানের আড্ডায় তারা যেন আবার ফিরিয়ে আনলেন সেই সোনালী সময়টাকে। 

তবে প্রশ্ন একটা থেকেই যায়, তাঁরা কি হারিয়ে গিয়েছিলেন নাকি একটু বিরতি নিয়েছিলেন জীবনের অন্য পাতায়।

জীবন অনেক কিছু শেখায়, জীবন যেমন শেখায় তেমনি বদলায় সময় আর স্বপ্নের গতিপথ।

অন্তু করিম আজ একজন কন্টেন্ট নির্মাতা। নতুনদের জন্য কাজ করছেন পর্দার পেছনে। সায়না আমিন তার পরিবার নিয়ে লন্ডনে থাকেন এবং বর্তমানে তিনি যুক্ত আছেন কর্পোরেট দুনিয়ায়। মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নয়নেই তার কাজ ও অবদান। তবে তাদের বন্ধুত্ব আগের মতোই রয়ে গেছে। 
 

সজিব

×