
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের জন্য যেন দুঃসংবাদের শেষ নেই। সদ্য ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘সিকান্দার’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। পেশাগত জীবনের এই ধাক্কা ছাড়াও ব্যক্তিগত জীবনেও বাড়ছে অনিশ্চয়তা। এবার আরও বড় আশঙ্কার কথা সামনে এনেছেন এক জ্যোতিষী।
চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী বলেছিলেন, আগামী তিন বছর সালমানের জন্য শুভ নয়। সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে, কারণ আরেক জ্যোতিষী সম্প্রতি দাবি করেছেন—চলতি বছরের শেষের দিকে সালমান খানের প্রাণনাশের ঝুঁকি রয়েছে, আর এই হুমকি নাকি আসতে পারে তার ঘনিষ্ঠদের দিক থেকেই।
শনিবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ওই জ্যোতিষী বলেন, “এই বছর সালমানের জন্য সিনেমা মুক্তির সময় নয়। বরং তাকে বিরত থাকা উচিত।” তিনি আরও বলেন, “সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভাইজানকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তার নিরাপত্তাকর্মী কিংবা গৃহকর্মীদের মধ্যেই কেউ কেউ তথ্য ফাঁস করতে পারেন, যা তার জীবনের জন্য হুমকি ডেকে আনতে পারে।”
জ্যোতিষীর মতে, শুধু ২০২৫ নয়, ২০২৬ সালেও তাকে থাকতে হবে সতর্ক। দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি, বিশেষ করে এপ্রিল মাসকে উল্লেখ করে দিয়েছেন সতর্কতা।
এর আগে প্রথম জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন সালমান ভক্তরা। এবার দ্বিতীয় জ্যোতিষীর একইরকম আশঙ্কা প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। এখন দেখার বিষয়—সালমান খান সব বিপদ কাটিয়ে উঠতে পারেন কি না। বলিউডপাড়া এবং ভক্তরা আপাতত অপেক্ষায় থাকল তার সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য।
রাজু