
ছবি: সংগৃহীত
বলিউডের কিংবদন্তি দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ে নিয়ে বহুবার গুজব ও আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৫০ বছর একসঙ্গে কাটিয়ে দিলেও একসময় শোনা গিয়েছিল— সম্পর্কের টানাপোড়েনে তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন জয়া বচ্চন নিজেই।
একবার হল্যান্ডের এক ভক্ত জয়ার উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন। জয়ার সহজ স্বভাবেই তিনি উত্তর দেন সেই প্রশ্নের। অনুরাগী জানতে চান— “আমি জানি না, এই বিষয়ে এখনো আলোচনা হয় কি না। আমি হল্যান্ডে থাকি, তাই দেশি গুজব এখানে মাঝেমধ্যে শুনি। সম্প্রতি শুনেছি, অমিতাভ বচ্চন আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটা কি সত্যি?”
এই প্রশ্নের জবাবে বেশ সংযত ভঙ্গিতে জয়া বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো ব্যাখ্যা দিতে চাই না। তবে আপনি চাইলে এক কাজ করতে পারেন— ১৯৯৮ সালের ৩ জুন ছিল আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। সেদিন আমাদের শুভেচ্ছা জানাতে পারেন। সেদিনও আমরা একই ছাদের নিচে ছিলাম।”
উল্লেখ্য, অমিতাভ ও জয়া বচ্চন ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। যদিও শুরুতে তাদের বিয়ের পরিকল্পনা ছিল অক্টোবর মাসে, কিন্তু লন্ডনে একসঙ্গে ভ্রমণে যাওয়ার আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। যাত্রার মাত্র এক সপ্তাহ আগে তারা বিয়ে সেরে ফেলেন।
শিহাব