
ছবি: সংগ্রহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান সম্প্রতি তার বাস্তব জীবনের বিয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “আমার জীবনে আমি শুধু একজন মেয়েকেই দেখতে গেছি এবং তাকেই বিয়ে করেছি। আমি খুব নার্ভাস ছিলাম, কারণ নাটকে অনেকবার বিয়ের অভিনয় করলেও, বাস্তব বিয়ের মুহূর্ত ছিল একদম আলাদা। আমি সত্যি বলতে ঘামছিলাম!”
এছাড়া, সম্প্রতি প্রচারিত নাটক ‘বান্টির বিয়ে’ নিয়ে জোভান জানান, “এই নাটকে আমার তিনজন নায়িকা ছিল—পায়েল, পারসা ও মারিয়া। পারসা খুব ভালো অভিনয় করে, গানও গায় দারুণ। মারিয়ার সঙ্গে এটা ছিল আমার প্রথম কাজ, অভিজ্ঞতাটাও ভালো ছিল। ভবিষ্যতে হয়তো একসাথে আরও কিছু করব। আর পায়েলের সঙ্গে তো বহু কাজ করেছি। সে একজন দক্ষ অভিনেত্রী, সময়ের সঙ্গে অনেক পরিপক্কতা এসেছে ওর মধ্যে।”
নাটকটি নিয়ে জোভান বলেন, “এটা একটু ফান, একটু রোমান্টিক, আবার একটু কমেডিও আছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন।”
আবীর