ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

নাশকতার পরও স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে: মোস্তফা ফারুকী

প্রকাশিত: ০০:৩৫, ১৩ এপ্রিল ২০২৫

নাশকতার পরও স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে: মোস্তফা ফারুকী

ছবি: সংগৃহীত।

পহেলা বৈশাখের মহা-আয়োজন ঘিরে আজ এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চারুকলা অনুষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।

তিনি বলেন, “চারুকলা অনুষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই আয়োজনে যুক্ত, তাদের সবাইকে আমি স্যালুট জানাই। তারা গত এক মাস ধরে প্রচণ্ড পরিশ্রম করেছেন।”

গতকালের ঘটনাকে ফারুকী "দুর্ঘটনা" নয়, বরং “নাশকতা” বলেই অভিহিত করেন। তার ভাষায়, “ওনাদের স্পিরিট দমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি এসে দেখলাম, সেই স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি মনে করি, দেশবাসী সবাই এবার একটা দারুণ সভাযাত্রা দেখতে পাবে। সবাইকে আহ্বান জানাই আসার জন্য।”

ফারুকী আরও বলেন, “আপনারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন। তাই আমরা আপনাদের নিয়মিতভাবে আপডেট করে যাচ্ছি।”

নাশকতা ও হুমকির মাঝেও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণকারীদের দৃঢ় মনোবল এবং জনগণের আগ্রহ প্রমাণ করে—বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, বরং বাঙালির আত্মপরিচয়ের উৎস।

নুসরাত

×