ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মেয়ে ভক্তরা এখনো ’আই লাভ ইউ’ বলে: ইমরান

প্রকাশিত: ২২:৪৫, ১২ এপ্রিল ২০২৫

মেয়ে ভক্তরা এখনো ’আই লাভ ইউ’ বলে: ইমরান

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরান তাঁর পেশাগত জীবন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি টকশোতে মন খোলা কথা বলেন। যেখানে উঠে আসে তাঁর মধ্যবিত্ত জীবন থেকে তারকা হয়ে ওঠার সংগ্রাম, পরিবার নিয়ে দায়িত্ববোধ এবং ভক্তদের ভালোবাসা নিয়ে বাস্তবতা।

পেশাদার সংগীত জীবনে পা রাখার পর থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ইমরান। ব্যাংকার বাবা মোজাম্মেল হকের জীবনসংগ্রাম দেখে ছোটবেলা থেকেই তাঁর মধ্যে গড়ে ওঠে দায়িত্বশীলতা। ইমরান অকপটে স্বীকার করেন, “বোনের বিয়ের জন্য একসময় ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছিল আমাদের।”

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকার প্রশ্নে উঠে আসে তাঁর সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতা। উপস্থাপিকা জানতে চান, “আপনার মেয়ে ফ্যানরা নিশ্চয়ই নানা রকম কমেন্ট করেন—‘ম্যারি মি’, ‘আমি তোমাকে ভালোবাসি’ ইত্যাদি। আপনি কি এসব কমেন্ট পড়েন?”

ইমরান হেসে জবাব দেন, “হ্যাঁ, এখনো অনেক মেয়ে ভক্ত 'আই লাভ ইউ' বলেন। তবে এখন তো আর ভালোবাসার সেই সুযোগ নেই, আমি তো বিবাহিত।”

ভক্তদের কমেন্ট নিয়ে আরেকটি প্রশ্নে, উপস্থাপিকা জানতে চান, “মেয়েদের এসব মন্তব্য দেখে কখনো কি তাঁদের প্রোফাইলে ঢুঁ মেরেছেন?”

ইমরান সরলভাবে বলেন, “না, কখনোই না। আমার পোস্টে এত কমেন্ট আসে, সবগুলো দেখা সম্ভব হয় না।”

ইমরানের এমন খোলামেলা বক্তব্যে স্পষ্ট যে তিনি শুধু সংগীতেই নয়, বাস্তব জীবনের দায়িত্বেও একজন পরিপূর্ণ মানুষ। তারকা হয়েও যাঁর পা মাটিতে, আর পরিবার সবসময় অগ্রাধিকার পায়।

নুসরাত

×