ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মেট গালায় ইতিহাস গড়তে চলেছেন শাহরুখ খান

প্রকাশিত: ২২:৩৩, ১২ এপ্রিল ২০২৫

মেট গালায় ইতিহাস গড়তে চলেছেন শাহরুখ খান

শাহরুখ খান কি হতে চলেছেন প্রথম ভারতীয় পুরুষ যিনি পা রাখবেন মেট গালার গ্ল্যামারাস রেড কার্পেটে? ফ্যাশন দুনিয়ায় এখন এই নিয়েই চরম জল্পনা। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই গুঞ্জনের শুরু। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মেট গালার জন্য এক বিশ্ববিখ্যাত অভিনেতার সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। পোস্টটিতে লাইক করেছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও—আর সেখান থেকেই বেড়ে চলেছে সম্ভাবনার পারদ।

মেট গালার রেড কার্পেটে এর আগে বলিউডের একাধিক তারকাকে দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া এই আয়োজনের সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচয় ঘটান, পরে দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভট্টও নজর কাড়েন আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। শোনা যাচ্ছে, এবার কিয়ারা আডবাণীকেও দেখা যাবে মেট গালায়, তিনি নাকি বেবি বাম্প নিয়েই হাঁটবেন রেড কার্পেটে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে শাহরুখ খানের উপস্থিতি, যদি তিনি সত্যিই অংশগ্রহণ করেন।

তবে এই খবর এখনও নিশ্চিত নয়। কেউ কেউ বলছেন, অমিতাভ বচ্চনও থাকতে পারেন এবারের মেট গালায়। তবে পূজা দাদলানির সেই লাইক থেকেই অনেকেই ধরে নিচ্ছেন, এবার শাহরুখ খানই গ্ল্যামার ও গর্বের প্রতিনিধি হয়ে উঠতে চলেছেন মেট গালার মঞ্চে।

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত আইপিএল এবং নিজের নতুন ছবি ‘কিংগ’-এর প্রস্তুতি নিয়ে। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তাঁর কন্যা সুহানা খান। একই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা যাবে। জানা গেছে, তিনি সুহানার মায়ের ভূমিকায় অভিনয় করবেন এবং তাঁর চরিত্র গল্পের মোড় ঘোরাতে ভূমিকা রাখবে।

সব মিলিয়ে শাহরুখকে ঘিরে জল্পনা, সিনেমা ও ফ্যাশনের দুই দুনিয়াতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মেট গালায় তিনি থাকবেন কিনা, তা সময়ই বলবে, তবে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা।

রাজু

×