ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মুগ্ধতা ছড়াচ্ছেন অলংকার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ১২ এপ্রিল ২০২৫

মুগ্ধতা ছড়াচ্ছেন অলংকার

ডলি সায়ন্তনী

দীর্ঘদিন পর নতুন মৌলিক গান প্রকাশ পাবার পর আলোচনায় চলে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। গেল ঈদ উপলক্ষে ‘রঙ্গন মিউজিক’-এ ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর কণ্ঠে নতুন গান ‘এই জামানার মেয়ে’ গানটি। গানটি লিখেছেন মোঃ জামাল হোসেন। সুর সংগীত করেছেন কিশোর দাস। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ‘এই জামানার মেয়ে’র ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল অলংকার চৌধুরী। গানটি প্রকাশের পর থেকেই ডলি সায়ন্তনী যেমন গানের জন্য সাড়া পাচ্ছেন। ঠিক তেমনি গানটিতে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন অলংকার চৌধুরী। ডলি সায়ন্তনী বলেন, জামাল ভাই একদম সময়োপযোগী একটি গান লিখেছেন। কিশোরও চমৎকার সুর সংগীত করেছে। আমার কাছে মনে হয়েছে যে গানটি আমার জন্যই লেখা হয়েছিল এবং সুর করা হয়েছিল। যে কারণে গানটি গেয়েও আমার ভীষণ ভালো লেগেছে।
গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এতে অলংকার এই জামানার মেয়ের ভূমিকায় নিজেকে বেশ মানিয়ে নিয়ে অভিনয় করেছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার সুর এবং সবমিলিয়ে বেশ সুন্দর একটি মিউজিক ভিডিও করা হয়েছে। যে কারণে দর্শকের কাছেও ভালো লাগছে গান এবং মিউজিক ভিডিও। আশা করছি এই গানের দর্শকপ্রিয়তা আরও অনেক বাড়বে। ধন্যবাদ জামাল ভাইসহ রঙ্গন মিউজিকের সবাইকে এত চমৎকার একটি গান করার জন্য।

×