ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ক্লাস টেনে থাকতে আমার একটা প্রাইভেট ভিডিও উনি পাবলিক করে দেয়: দীঘি

প্রকাশিত: ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০১, ১২ এপ্রিল ২০২৫

ক্লাস টেনে থাকতে আমার একটা প্রাইভেট ভিডিও উনি পাবলিক করে দেয়: দীঘি

ছবি: সংগৃহীত।

জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি এক সাক্ষাৎকারে তার অভিনয় জীবন ও টিকটকে ভাইরাল হওয়া একটি ঘটনার বিষয়ে কথা বলেন। নিজের অভিজ্ঞতার স্মৃতিচারণা করতে গিয়ে দীঘি জানান, স্কুলজীবনে তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

দীঘি বলেন, “ক্লাস টেনে থাকতে আমার একটা প্রাইভেট ভিডিও তিনি (এক ব্যক্তি) পাবলিক করে দেন।”

ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “আমি যখন কোনো ভয়েস বা ভিডিও পছন্দ হতো, তখন আমি সেটা ফোনে সেভ করে রাখতাম। পরে যখন একটু সেজেগুজে কোথাও বের হতাম, তখন তার (ঐ ব্যক্তির) ফোন নিয়ে এক-দুইটা ভিডিও করতাম—লিপসিং ভিডিও। আমি সব ভিডিও প্রাইভেট করে রাখতাম।”

তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার সময় ছিল তখন। আমি দেখলাম, হঠাৎ করে আমার একটা প্রাইভেট ভিডিও পাবলিক করে দেওয়া হয়েছে।”

সূত্র: https://www.facebook.com/reel/955033260135122

সায়মা ইসলাম

×