
ছবি: সংগৃহীত
ভারতীয় অভিনেত্রী চাহাত খান্না, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’-এ অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন, তার ব্যক্তিগত জীবন ছিল বেশ জটিল। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলেও, সেই সম্পর্ক স্থায়ী হয়নি। পরে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়েও করেন, কিন্তু তাও টেকেনি। অর্থাৎ, দুটি বিয়েতেই বিচ্ছেদের সম্মুখীন হন তিনি। বর্তমানে দুই সন্তানের মা হিসেবে নতুন জীবনযাপন করছেন চাহাত।
বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়, তবে সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। এবার, চাহাত যৌন হেনস্তার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। খুব ছোট বয়সে, চকোলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্তার শিকার হতে হয় তাকে। এটি ঘটেছিল তার আবাসনের এক বাঙালি চাচার কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন, যিনি আমার জন্য চকোলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই অবস্থায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হল, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’
চাহাতের এই সাহসী প্রকাশ তার অভিজ্ঞতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং যৌন হেনস্তার বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপের প্রেরণা যোগাবে।
শিহাব