ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

এবার ‘সিআইডির’ বিরুদ্ধে উঠলো ‘চুরির’ অভিযোগ!

প্রকাশিত: ১৩:৫৪, ১২ এপ্রিল ২০২৫

এবার ‘সিআইডির’ বিরুদ্ধে উঠলো ‘চুরির’ অভিযোগ!

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’-র বিরুদ্ধে ‘চুরির’ অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের গ্রাফিতি শিল্পী মুজ। তিনি দাবি করেছেন, সিরিয়ালের নির্মাতারা তার অনুমতি ছাড়া তার আঁকা গ্রাফিতি ব্যবহার করেছেন। এ বিষয়ে শিল্পী মুজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি তার কাজের কপিরাইট লঙ্ঘনের অভিযোগ করেছেন।

সিআইডি সিরিয়ালের সম্প্রতি সম্প্রচারিত পর্বগুলিতে মুম্বাই শহরের কিছু গ্রাফিতি প্রদর্শিত হয়েছে, যা হত্যার রহস্য উদঘাটনে সহায়ক হিসেবে দেখানো হয়েছে। এই দৃশ্যে শিল্পী মুজের আঁকা গ্রাফিতি ব্যবহৃত হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, “প্রথমে খুব খুশি হয়েছিলাম, কারণ শৈশব থেকে আমাদের বাড়িতে এই সিরিয়াল চলছে দেখে আসছি। আর সিরিয়ালে নিজের কাজ দেখতে পাওয়া অনেক আনন্দের বিষয়। কিন্তু দুঃখের কথা হল, অনুমতি ছাড়া আমার এবং আরও কিছু শিল্পীর কাজ সেখানে ব্যবহার করা হয়েছে।”

মুজ আরও জানান, সিরিয়াল নির্মাতারা ইউটিউব থেকে তার কাজ সংগ্রহ করেছেন, যা কপিরাইট আইনের লঙ্ঘন। এই অভিযোগের পর অনেকেই তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে মুজ এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।

এদিকে, সনি টিভি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিআইডি সিরিয়ালে নতুন চরিত্রে এসেছেন অভিনেতা পার্থ সামথন, যিনি এসিপি অংশুমান চরিত্রে অভিনয় করছেন। এছাড়া, শিবাজি সত্যম এসিপি প্রদ্যুমান চরিত্রে, আদিত্য শ্রীবাস্তব সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে এবং দয়ানন্দ শেঠি সিনিয়র ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় করছেন। দুর্ভাগ্যবশত, গত বছর টিমের আরেক সদস্য দীনেশ ফাডনিশ মারা গেছেন।

শিহাব

×