ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

‘আমি একজন নামাজী মানুষ’- নিজের উজ্জ্বল চেহারার রহস্য বললেন সজল

প্রকাশিত: ২১:৩৯, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১২, ১১ এপ্রিল ২০২৫

‘আমি একজন নামাজী মানুষ’- নিজের উজ্জ্বল চেহারার রহস্য বললেন সজল

ছবি: সংগৃহীত।

নাটকের জনপ্রিয় মুখ, অভিনেতা আব্দুন নূর সজল বরাবরই ছিলেন দর্শকের ভালোবাসার শীর্ষে। এক সময় টেলিভিশন নাটকে দাপটের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়ে। যদিও সাম্প্রতিক সময়ে তাকে ছোট পর্দায় খুব একটা দেখা যায় না। ব্যস্ত সময় পার করছেন ওটিটি কনটেন্ট ও চলচ্চিত্র নিয়ে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি জনপ্রিয় টকশো ‘হোয়াট এ সো’-তে অতিথি হয়ে এসেছিলেন সজল। অনুষ্ঠানের উপস্থাপক রাফসান সাবাবের এক প্রশ্নে উঠে আসে সজলের সৌন্দর্যের রহস্য।

উপস্থাপক জানতে চান, "আপনার এই সতেজতা ও রূপের রহস্য কী?" জবাবে সজল বলেন, “আসলে আমি একজন নামাজী মানুষ এবং আমি বিশ্বাস করি নামাজের একটা ফজিলত আছে। এটাই আমার রূপের রহস্য।”

তার এই উত্তর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশংসা করেছেন তার সরলতা ও আত্মবিশ্বাসের।

অনুষ্ঠানে আরও উঠে আসে ওটিটিতে তার ব্যস্ততা, সিনেমার নতুন প্রকল্প এবং ব্যক্তিজীবনের নানা দিক। অভিনেতা জানান, বর্তমানে তিনি বেশ কিছু নতুন সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সজলের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা—নামাজ কেবল আত্মিক শান্তির উৎস নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতারও অন্যতম চাবিকাঠি।

নুসরাত

×