ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

টোটাকে নিয়ে ‘রয়েল বেঙ্গল রহস্য’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৬, ১১ এপ্রিল ২০২৫

টোটাকে নিয়ে ‘রয়েল বেঙ্গল রহস্য’

সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ভূস্বর্গ ভয়ংকর’ মুক্তির পর শোনা গিয়েছিল ফেলুদাকে ফের পর্দায় আনতে দেরি হবে না। নির্মাতা টিম সেই কথা রেখেছে। আনন্দবাজার লিখেছে, এবার আসছে ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে নতুন সিরিজ। ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী, জটায়ু এবং তোপসে হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র। ফেলুদা নিয়ে চারটি সিরিজ তৈরির পর এই গোয়েন্দাকে নিয়ে আর কোনো নির্মাণে জড়াতে চাইছিলেন না কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাই এবার পরিচালক বদল। টোটাকে নিয়ে ‘রয়েল বেঙ্গল রহস্য’ বানাবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে এখনো চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এই মুহূর্তে শূটিংয়ের কাজে টোটা মুম্বাইয়ে রয়েছেন। তিনি ফিরলেই পরিচালক চিত্রনাট্য নিয়ে অভিনেতাদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য চরিত্রাভিনেতাদের নিয়ে একপ্রস্থ মহড়াও সেরে নেবেন নতুন পরিচালক। আগামী ২২ এপ্রিল থেকে সিরিজের শূটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা রেখেছেন কমলেশ্বর। তবে গল্পের প্রয়োজনেই সিরিজের একটা বড় অংশের শূটিং হবে উত্তরবঙ্গে। আউটডোর দিয়েই শুরু হবে দৃশ্য ধারণের কাজ।
এর আগে ‘রয়েল বেঙ্গল রহস্য’ দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে।

×