
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কনের পোশাকে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে তরুণীর অধীর আগ্রহে বরের অপেক্ষা করছিলেন কনে। হঠাৎই এক বালক এসে খোঁচা দিল কনের নাভিতে। রেগে গিয়ে বালককে চড় মারলেন তিনি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে হইচইও পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জনকণ্ঠ।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন কনে। তাঁর পরনে লাল রঙের লেহঙ্গা। পাশে দাঁড়িয়ে আরও দুই তরুণী। অধীর আগ্রহে বরের জন্য অপেক্ষা করছেন তাঁরা। পিছনে বরাসনের কাছে রয়েছে এক শিশু এবং আত্মীয় এক যুবক। এমন সময় অন্য এক বালক মঞ্চে উঠে আসে। এ দিক-ও দিক তাকিয়ে কনের নাভিতে আঙুল দিয়ে খোঁচা দেয় সে। বালকের কীর্তিতে রেগে যান ওই কনে। মেজাজ হারিয়ে কষিয়ে চড় মারেন তার গালে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
তবে বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায় ঘটনাটি ভারতের।
ফুয়াদ