
ছবি: সংগৃহীত
শুরুর দিকে কেউ কাউকে পাত্তা দিতাম না, বরং একটা রেষারেষি ছিল। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নিজেদের প্রেম ও সম্পর্ক নিয়ে এসব কথা জানান বংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাবনাজ ও খাজা নাঈম মুরাদ।
শাবনাজ বলেন, প্রথমদিকে কাজের ফাঁকে যখন বসে থাকতাম তখন যে যার মতো থাকতাম। আমি হয়তো বই পড়তাম বা অন্যান্যদের সাথে গল্প করতাম। আর নাঈম ওর মতো থাকতো। ওর একটা ব্যাপার ছিল তখন, তারণ নাঈম অলরেডি তখন একজন জনপ্রিয় নায়ক। আর দেখতে সুদর্শন বলে অনেকেই তাকে অনেক পছন্দ করতো।
নাঈম বলেন, আমাদের মাঝে কিছুটা রেষারেষিও ছিল। কার শট কত ভালো হলো, কার নাচ কত সুন্দর হলো এরকম একটা বিষয় ছিল। এ সম্পর্কে শাবনাজ বলেন, বাইরের কারো সাথে কম্পিটিশন ছিল না বরং আমরা নিজেরাই নিজেদের কম্পিটিটর ছিলাম।
শাবনাজ বলেন, নাঈম বেটার করলে আমি শটের মাঝখানে ছেড়ে দিতাম। অর্থাৎ নাঈম ভালো করেছে, তাই আমাকে আরো বেটার করতে হবে।
মায়মুনা