
কেয়া পায়েল
ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল তার হাসি ও গালের টোল দিয়ে ইতোমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই স্বভাবজাত সৌন্দর্য ও অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
কেয়া বলেন, “আমরা তিন ভাইবোন। মজার ব্যাপার হলো, আমাদের সবার গালেই টোল পড়ে। টোলটা আসলে আমার নিজেরও খুব পছন্দ। অনেকেই আমার টোলের প্রশংসা করে, আবার কেউ কেউ বলে হাসিটাও নাকি বেশ মন ছুঁয়ে যায়।”
তিনি আরও জানান, নিজের গালের টোল নিয়ে এর আগে একটি নাটকেও অভিনয় করেছেন। নাটকটির নামই ছিল ‘টোল’। নাটকটির গল্পে তার এই স্বতন্ত্র বৈশিষ্ট্যই হয়ে উঠেছিল কাহিনির মূল কেন্দ্রবিন্দু।
কেয়া বলেন, “আমি ‘টোল’ নামে একটি নাটক করেছি। নাটকটির গল্প আবর্তিত হয়েছে আমার এই গালের টোলকে ঘিরে। দর্শকের ভালোবাসা পেয়ে দারুণ লেগেছে।”
আশিক