ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

শাকিব খানের সাথে কাজ করতে চাইতো না বাংলাদেশি নায়িকারা: মিষ্টি জাহান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১১ এপ্রিল ২০২৫

শাকিব খানের সাথে কাজ করতে চাইতো না বাংলাদেশি নায়িকারা: মিষ্টি জাহান

চিত্রনায়িকা মিষ্টি জাহান। ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে ইদানিং বাংলাদেশী অভিনেত্রীর চাইতে বিদেশী অভিনেত্রীদেরই বেশি দেখা যাচ্ছে। এর কারণ নিয়ে জল্পনা কল্পনা চলছে ঢালিউড পাড়ায়। সম্প্রতি এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জাহান।

শাকিব খানকে এখন আর বাংলাদেশী অভিনেত্রীদের সাথে তেমন কেন দেখা যায় না? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ অনেক বেশি ঘাটাঘাটি শুরু করে দিয়েছিল। সবাই কমেন্টও করছিল যে তুমি যদি শাকিব খানের সাথে কাজ করো তাহলে তুমি তার পরবর্তী বাচ্চার মা হয়ে যাবে। এমন একটা ট্রেন্ড চলে এসেছিল। সবাই এমনটাই মনে করতো যে যে ই শাকিব খানের সাথে কাজ করে তারই শাকিব খানের সাথে সম্পর্ক৷ পরপর যদি কেউ শাকিব খানের সাথে কাজ করে তার সাথে সাকিব খানের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যায়।’

আরেক আলোচিত মডেল অভিনেত্রী মিষ্টি জান্নাত শাকিব খানের পরবর্তী স্ত্রী হিসেবে সমালোচিত হয়েই পপুলারিটি পেয়েছেন। এ সম্পর্কে জানতে চাইলে মিষ্টি জাহান বলেন, ‘সাকিব খানও তো পরে সবাইকে দেখায় দিলো যে পার্সোনাল লাইফ দিয়ে কাউকে ডিফাইন করা উচিৎ না। শাকিব খান তো শাকিব খানই।’

মিষ্টি জাহান আরও বলেন, ‘কেউ যখন ক্যামেরার সামনে আসে তাদের প্রবণতা থাকে শাকিব খানের সামনে এসে, তাকে জড়িয়ে ধরে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা।’

×