ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

​​​​​​​ঝগড়া নয় দূরত্ব তৈরি হয়েছিলো, তৌসিফের চলে যাওয়া প্রসঙ্গে যা বললেন অমি!

প্রকাশিত: ২২:১৮, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৮, ১০ এপ্রিল ২০২৫

​​​​​​​ঝগড়া নয় দূরত্ব তৈরি হয়েছিলো, তৌসিফের চলে যাওয়া প্রসঙ্গে যা বললেন অমি!

ছবিঃ সংগৃহীত

যমুনা টিভির সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থাপক কাজল আরেফিন অমিকে প্রশ্ন করেন, “অনেকে বলছে, আপনার টিম থেকে তৌসিফ মাহবুব কেন চলে গেল বা কিভাবে এই ঘটনাটা হল?”

জবাবে কাজল আরেফিন অমি বলেন, “মানে, বেসিক্যালি তৌসিফ ভাই নিজেই তো একজন ইনডিভিজুয়াল আর্টিস্ট, কাজ করছে। তৌসিফ ভাইয়ের সাথে দেখেন, একটা সিরিজ যখন আমরা করি, তখন ওই সিরিজে কিন্তু অনেকগুলো মানুষ থাকে। যখন অনেকগুলো মানুষ একসাথে কাজ করে, তখন সেখানে বন্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের মধ্যে কোন ঝগড়া হয় না, কিন্তু থাকে না যে কোন না কোন একটা কারণেই হয়তো বা আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে।"

তিনি আরও বলেন, “কিন্তু সেটা অবশ্যই তৌসিফ ভাইয়ের সাথে আমার এখন দেখা হয়, আড্ডা হয়। মানুষ হয়তোবা জানে না, কিন্তু তৌসিফ ভাই আমার অফিসে আসে বা আমি তার সাথে দেখা করি। আমাদের কথা হয় প্রায়ই। আমার কাজ তৌসিফ ভাই দেখে, আমাকে ইনস্পায়ার করে। আমি তার কাজ দেখি, সে আমার প্রিমিয়ার শোতে আসে। তো, আমাদের মধ্যে ওই সম্পর্কটা আরো প্রকটভাবে তৈরি হচ্ছে। সামনে হয়তোবা আমাদের কোন কাজ আসলে দর্শক বুঝতে পারবে যে, ‘ওকে, ফাইন, মনে হয় তাদের মধ্যে কিছু নেই।"

সূত্রঃ https://youtu.be/515khJIMwuc?si=85SbvzARTLwipkXm

ইমরান

×