ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৮ বছরের ছোট স্বামীর সঙ্গে খুনসুঁটিতে মত্ত গওহর

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ১০ এপ্রিল ২০২৫

৮ বছরের ছোট স্বামীর সঙ্গে খুনসুঁটিতে মত্ত গওহর

ছবি সংগৃহীত

টেলিপর্দার জনপ্রিয় মুখ গওহর খান। তবে বিয়ের পর থেকেই বলিউডি লাইমলাইটের থেকে শতহস্ত দূরে তিনি। সিরিয়াল হোক কিংবা সিনেমা-সিরিজ, অভিনেত্রীকে সেভাবে আর দেখা যায় না।

অন্যদিকে প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের জুলাই মাসে তাদের আলাপ হয়। বন্ধুত্ব প্রেম জমে ওঠে। অবশেষে গওহরকে বিয়ের প্রস্তাব দেন জায়েদ দরবার। গওহর খানের থেকে বয়সে ৮ বছরের ছোট তিনি।

কিন্তু পরে সেকথা অস্বীকার করে গওহর জানান, জায়েদ তাঁর থেকে ছোট হলেও বয়সের অতটা পার্থক্য নেই দু’ জনের। ২০২০ সালের নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। নিকাহ হয় ২৫ ডিসেম্বর। তেইশ সালের মে মাসে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। এবার দ্বিতীয়বার মাতৃত্বসুখের খবর দিলেন গওহর। ইসমাইল দরবারের ছেলের সঙ্গে সুখের ঘরকন্নায় মন দিয়েছেন তিনি। উপরন্তু মা হিসেবে বর্তমানে দায়িত্ব বেড়েছে। ছেলে জেহানই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। সদ্য হাঁটতে, কথা বলতে শিখেছে সে।

এবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন একচল্লিশের গওহর খান। স্বামী জায়েদ দরবারের সঙ্গে খুনসুঁটিতে ভরা রোম্যান্টিক ভিডিও পোস্ট করেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে জসসি জে-র ‘প্রাইজ ট্যাগ’ গানে নাচতে দেখা গেল দু’জনকে। আর সেই ভিডিওর ক্যাপশনেই মহাচমক!

গওহর লিখেছেন, ‘বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।’ অনিতা হাসানন্দানি, গৌতম রোডে, আনম দরবারের মতো টেলিপর্দার অনেক সহকর্মীরাই অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর।

আশিক

×