
মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। তাও আবার তড়িঘড়ি করে, এক কাপড়েই! সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, এবারের দেশ আসাটা ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা—ছিল না কোনো প্রস্তুতি বা পরিকল্পনা, বরং ছিল অস্থিরতা আর উদ্বেগ।
শাবনূর জানান, তার মা গত ছয় মাস ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন এবং এক মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঢাকার একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও রোগ ধরা যাচ্ছিল না। ধীরে ধীরে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং এক পর্যায়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন তিনি। এমন সংকটময় মুহূর্তেই ২৮ মার্চ রাতের ফ্লাইটে ঢাকায় পৌঁছান শাবনূর।অভিনেত্রী বলেন, ‘সেদিন রাতেই অনেক কষ্টে একটা টিকিট পাই। পরিবার থেকে বলা হচ্ছিল, একা যাওয়া ঠিক হবে না। কিন্তু আমি বলেছিলাম, একাই যাব। কোনো কাপড়চোপড় বা লাগেজ নিইনি, শুধু ব্যাকপ্যাক, পাসপোর্ট আর টিকিট নিয়েই রওনা হই।’
তিনি আরও বলেন, ‘ফ্লাইটের পুরো সময়টা শুধু দোয়া করেছি—মা যেন ভালো থাকেন।’ ঢাকায় পৌঁছে অসুস্থ মায়ের খোঁজখবর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেন তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার। কারণ, ঢাকায় চিকিৎসকেরা শুধু একের পর এক টেস্ট করিয়ে যাচ্ছিলেন, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলছিলেন না।
ফলে মাত্র ৮ ঘণ্টা ঢাকায় অবস্থান করে অসুস্থ মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। সেখানেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বর্তমানে চিকিৎসকদের আন্তরিক চেষ্টায় তার মা পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
রাজু