ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জুয়ার প্রচারণায় যুক্ত সাকিব-বুবলী-পিয়া

প্রকাশিত: ০৯:৪০, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৪২, ১০ এপ্রিল ২০২৫

জুয়ার প্রচারণায় যুক্ত সাকিব-বুবলী-পিয়া

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অনলাইন জুয়ার বাজার নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও, অনুমান করা হয়—গত বছরের ২৪ জুন পর্যন্ত দেশে প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন।

তবে শুধু সাধারণ মানুষই নয়, এই অনলাইন জুয়ার প্রচারণায় অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও জাতীয় ক্রিকেট দলের তারকারাও।

৮ এপ্রিল একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের বিজ্ঞাপনে জড়িত রয়েছেন সাকিব আল হাসান, শবনম বুবলি, মডেল পিয়া জান্নাতুল, নুসরাত ফারিয়া, সামিরা খান মাহি, অপু বিশ্বাস ও মাহিয়া মাহি—সহ দেশের শীর্ষস্থানীয় বহু তারকা।

বিভিন্ন সময়ে তারা অনলাইনে জুয়ার নানা প্রচারণা চালিয়েছেন।

চিত্রনায়িকা শবনম বুবলি চলতি বছর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মেগা ক্রিকেট ওয়ার্ল্ড' নামে একটি জুয়া প্রতিষ্ঠানের তিনটি তিনটি বিজ্ঞাপন প্রচার করেন।

অন্যদিকে, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা গেছে—চলতি বছরের জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘বাবু ডাবল এইট’ এবং ‘ভাগ্য’ নামের দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের মোট ১২টি বিজ্ঞাপন তিনি প্রচার করেছেন।

অনলাইন জুয়ার প্রচারণায় ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। জানা গেছে, গত ২২ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ‘1xBet’ নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের প্রচারণা চালান।

এর আগেও, ২০২২ সালে তিনি ‘বেটউইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন। এ নিয়ে তখনও সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা ক্রিকেটার।

২০২৪ সালের ফেব্রুয়ারিত তিন ইউটিউবারকে অনলাইন জুয়ার প্রচারণার অভিযোগে পুলিশ স্ব প্রনোদিত হয়ে মামলা করে গ্রেপ্তার করেন তবে দেশের শীর্ষ তারকারা সবসময়ই ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছেন। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এর খসড়ায় অনলাইন জুয়াকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি মন্ত্রিসভার অনুমোদন পায়, তবে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনগতভাবে শাস্তির আওতায় আনা যাবে।”

সূত্র: https://www.youtube.com/watch?si=jvmA8lq7MNtR4OYO&v=utwrJmtEmpE&feature=youtu.be

সায়মা ইসলাম

×