ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নিউইয়র্কে পারিবারিক জীবনে ব্যস্ত নিক ও প্রিয়াঙ্কা: যেভাবে কাটছে সময়

প্রকাশিত: ০৯:২৭, ১০ এপ্রিল ২০২৫

নিউইয়র্কে পারিবারিক জীবনে ব্যস্ত নিক ও প্রিয়াঙ্কা: যেভাবে কাটছে সময়

ছবি: সংগৃহীত

আমেরিকান গায়ক ও অভিনেতা নিক জোনাস নিউইয়র্ক সিটিতে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মেয়ে মালতী মারির সঙ্গে সময় কাটিয়ে দারুণ উপভোগ করছেন। সম্প্রতি নিজের নতুন ব্রডওয়ে মিউজিক্যাল দ্য লাস্ট ফাইভ ইয়ার্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পরিবারের সঙ্গে কাটানো সময় এবং বাবা হিসেবে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

নিক জানান, নিয়মিত বিভিন্ন শহরে সফরের পর এখন এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারাটা তাদের পরিবারের জন্য স্বস্তিদায়ক। “আমরা সাধারণত ১০ দিনে ১০টি শহরে ঘুরে বেড়াই। তাই এক জায়গায় থেকে একসঙ্গে সময় কাটাতে পারাটা অনেক শান্তির,” বলেন ৩২ বছর বয়সী এই শিল্পী।

নিক জানান, মাত্র ২.৫ বছর বয়সী মালতী নিউইয়র্ককে বেশ উপভোগ করছে। সে প্রায়ই বাবার রিহার্সালের সময় থিয়েটারে যায়, যদিও পুরো শো এখনো দেখা হয়নি তার। ধীরে ধীরে থিয়েটার পরিবেশের সঙ্গে সে পরিচিত হয়ে উঠছে। নিক ও প্রিয়াঙ্কা নিজেদের ব্যস্ত সময়সূচির মধ্যেও মালতীর সঙ্গে সময় কাটাতে কখনোই কার্পণ্য করেন না।

পিতৃত্ব নিয়ে নিকের অনুভূতি

“দিনের শেষে বাড়ি ফিরে মালতীর সঙ্গে সময় কাটানোই আমার জীবনের সবচেয়ে বাস্তব অনুভূতি,” বলেন নিক। তিনি আরও জানান, “তুমি যত বড় তারকাই হও না কেন, ওর কাছে আমি শুধু বাবা। ওর কাছে আমি কোনো পপস্টার বা ব্রডওয়ে তারকা নই।”

নিক জানান, মালতীর সঙ্গে মোয়ানামাউই চরিত্রে অভিনয় করে খেলা তার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। সেই সাধারণ সময়টাই তার কাছে সবচেয়ে মূল্যবান।

সম্প্রতি ইনস্টাগ্রামে “গার্ল ড্যাড লাইফ” ক্যাপশন দিয়ে একটি হৃদয়স্পর্শী ছবি শেয়ার করেন নিক, যেখানে তাকে মালতীর হেয়ারবো এবং ফুলের ক্লিপ পরে গোলাপি বেলুনের পটভূমিতে দেখা যায়।

নিক ও প্রিয়াঙ্কার এই পারিবারিক জীবন যে কেবলই আলো ঝলমলে তারকাজগতের নয়, বরং একটুকরো ঘরোয়া উষ্ণতায় পূর্ণ — সেটিই যেন প্রতিফলিত হয় প্রতিটি মুহূর্তে।

শিহাব

×