ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নিজেকে ‘নম্বর টু’ দাবি, শাহরুখের সঙ্গে তুলনায় বিতর্কে উর্বশী

প্রকাশিত: ২৩:০৯, ৯ এপ্রিল ২০২৫

নিজেকে ‘নম্বর টু’ দাবি, শাহরুখের সঙ্গে তুলনায় বিতর্কে উর্বশী

নিজেকে শাহরুখ খানের পরে এক নম্বর তারকা দাবি করে ফের বিতর্কে জড়ালেন উর্বশী রৌতেলা। এক অনুষ্ঠানে ব্যবসায়িক কৌশল ও ছবির প্রচারে নিজের দক্ষতার কথা তুলতেই সঞ্চালকের প্রশ্নে জবাবে তিনি বলেন, “মানুষ বলছে, শাহরুখ খানের পরে আমিই সেরা প্রচারক।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে মিম ও সমালোচনার ঝড়।

অভিনয় দক্ষতার পাশাপাশি শাহরুখ খান যেমন তাঁর ছবির বিপণন ও প্রচারে ব্যতিক্রমী কৌশলের জন্য প্রশংসিত, তেমনই নিজের সেই যোগ্যতাকেই তুলনা করলেন উর্বশী। তবে নেটিজেনদের বড় অংশই অভিনেত্রীর এই মন্তব্যকে অতিরঞ্জন বলে মনে করছেন।

এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উর্বশী বলেন, “আমি এগুলো বেশি দেখি না। দেখলে আমার মনের উপর প্রভাব পড়ে।” কিছুদিন আগেও সইফ আলি খানের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার শাহরুখের সঙ্গে নিজের তুলনা টেনেই আবারো ভাইরাল উর্বশী।

 

রাজু

×