ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দর্শকের সঙ্গে কমিউনিকেশন তৈরি করা আমার উদ্দেশ্য

কামরুজ্জামান রনি

প্রকাশিত: ২১:৩৮, ৯ এপ্রিল ২০২৫

দর্শকের সঙ্গে কমিউনিকেশন তৈরি করা আমার উদ্দেশ্য

কামরুজ্জামান রনি

কামরুজ্জামান রনি টেলিভিশন নাট্যনির্মাতা হিসেবে দর্শকের কাছে সমাদৃত। কনটেম্পরারি মঞ্চনাট্য নির্দেশক, মঞ্চাভিনেতা, সংগীতশিল্পী হিসেবেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বহুমাত্রিক কাজ নিয়ে কথা হয় তার সঙ্গে। 

আপনার নতুন টিভি ধারাবাহিক নিয়ে বলুন।
ইতোপূর্বে আমার নির্মিত ধারাবাহিক নাটক ‘ইকারুসের ডানা’, ‘শেষ বিকেলের গান’ ও ‘রূপ’ নাটক তিনটি দর্শকমহলে দারুণ সম্পর্ক তৈরি করেছে। এবারের নাটকের নাম ‘মেয়ে’। তিন প্রজন্ম নিয়ে দারুণ গল্প গেঁথেছে নাট্যকার। ৪৭ থেকে বর্তমান-স্ক্রিনে উপস্থাপন চ্যালেঞ্জের কিন্তু এর নির্মাণ আমি উপভোগ করছি। প্রথম লটের শেষ দিনের শূটিং করলাম সেদিন মুড়াপাড়া রাজবাড়িতে তানজিকা আমিন, ইরফান রনি, আবদুল্লাহ রানাকে নিয়ে।
সম্প্রতি একঘণ্টার একটা টিভি নাটক নির্মাণ করেছেন, সে বিষয়ে বলেন।
আব্দুন নূর সজল, সানজিদা প্রীতি, জুয়েল জহুরকে নিয়ে হৃদি হকের রচনায় ‘আমার মুক্তি আলোয় আলোয়’ নাটকটি প্রচারের অপেক্ষায়।
আপনার নির্মানে দর্শক হৃদয় জয় নাকি পুরস্কারপ্রাপ্তি, তৃপ্তি কোথায় বেশি ?
পুরস্কারপ্রাপ্তি কিন্তু দর্শক হৃদয় ছুঁতে পারারই প্রতিফলন। নির্মাতা হিসেবে আমার মূল উদ্দেশ্যে দর্শকের সঙ্গে কমিউনিকেশন তৈরি করা কাজের মাধ্যমে। সেটা যখন ঘটে তখনই সার্থকতা। আর শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ইএসডিও অ্যাওয়ার্ড, মহুয়া মিডিয়া কমিউনিকেশন অ্যাওয়ার্ড, বাবিসাস অ্যাওয়ার্ড, লিটারেচার সেন্ট্রাম উপশালা(সুইডেন) অ্যাওয়ার্ড-সবই কাজের অনুপ্রেরণা। এছাড়া চলচ্চিত্র এডিটর হিসেবে দি এশিয়ান ট্যালেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডও প্রাপ্তির খাতায় নতুন সংযোজন।
মঞ্চনাটক নির্দেশক ও সংগীত পরিচালক হিসেবে আপনার অভিব্যক্তি কি? 
‘পাথরের সুপ’, ‘যুদ্ধ স্বাধীনতা’, ‘হবু রাজার গবু মন্ত্রী’, ‘দর্পণ সাক্ষী’, ‘গহর বাদশা ও বানেসা পরী’-প্রতিটি নাটক নির্দেশনার অভিজ্ঞতা আমাকে আন্দোলিত করেছে। এখন মঞ্চে আমার নির্দেশনায় নাগরিক নাট্যাঙ্গন প্রযোজনা ‘প্রতিধ্বনি প্রতিদিন’ নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। আর মঞ্চে প্রায় অর্ধশত নাটকের সংগীত পরিচালনা আমার অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছে।
আপনার গাওয়া চলচ্চিত্রের গান নিয়ে বলুন।
হৃদি হকের লেখা আর দেবজ্যোতি মিশ্রের সুর ও কম্পোজিশনে ‘যাচ্ছো কোথায় কিছু না বলে’ এই নিটোল প্রেমের গানটি আসলেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। নাটক পরিচালনার ব্যস্ততায় সময় বের করা কিছুটা কঠিন হলেও ইমন চৌধুরী, পিন্টু ঘোষের কম্পোজিশনে দারুণ দুটো গান, দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’র টাইটেল সং এছাড়া মুক্তি প্রতীক্ষিত তিনটি চলচ্চিত্রের গান করেছি।
গৌতম পাণ্ডে

×