
বলিউডে যেন নতুন এক অধ্যায়ের সূচনা! শাহরুখ খান ও সানি দেওলের দীর্ঘদিনের মান-অভিমান এখন ইতিহাস। ১৯৯৩ সালে ‘ডর’ ছবির পর থেকে যাদের মুখ দেখা হয়নি, তারা এবার হয়তো আবার একসঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন।সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘জাট’-এর প্রচারে এসে সংবাদমাধ্যমের প্রশ্নে সোজাসাপ্টা জবাব দিলেন সানি দেওল। মাল্টি-স্টারার ছবিতে কার সঙ্গে কাজ করতে চাইবেন— জানতে চাওয়া হলে সানি বলেন, “শাহরুখের সঙ্গে তো একটাই সিনেমা করেছি। যদি আরেকটা ছবিতে জুটি বাঁধার সুযোগ পাই, খারাপ লাগবে না একটুও।”
এই বক্তব্য বলিউড মহলে আলোচনার ঝড় তোলে। কারণ ১৯৯৩-এর কাল্ট থ্রিলার ‘ডর’ ছবিতে খলনায়ক হয়েও শাহরুখের চরিত্র জনপ্রিয় হয়ে ওঠায় ক্ষুব্ধ হন সানি। সেই ক্ষোভেই নাকি শাহরুখের সঙ্গে পনেরো বছরের বেশি সময় কথা বলেননি তিনি।
তবে সময় বদলেছে। ২০২৩ সালে ‘গদর ২’-এর অভূতপূর্ব সাফল্যে সানি যখন দর্শক হৃদয়ে আবার জায়গা করে নেন, তখনই বলিউড বাদশা শাহরুখ খান ফোন করে শুভেচ্ছা জানান। এমনকি সানির আমন্ত্রণে ‘গদর’-এর সাকসেস পার্টিতেও যোগ দেন তিনি।
একই বছরে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর দাপটে শাহরুখ ছিলেন বক্স অফিসের রাজা, আর ‘গদর ২’ দিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন সানি। সেখান থেকেই শুরু বন্ধুত্বের নতুন সূচনা।
আর এবার যেন সম্পর্কের সেই মেলবন্ধনকে পাকাপোক্ত করতেই সানি নিজেই জানিয়ে দিলেন, শাহরুখের সঙ্গে আবার কাজ করতে চান তিনি।
বলিউডে কি তবে দেখা যাবে দুই সুপারস্টারকে একসঙ্গে? দর্শকরা এখন সেই আশায় দিন গুনছেন!
রাজু