
বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে থাকা কৌতুকশিল্পী কুণাল কামরাকে সলমন খান সঞ্চালিত জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর প্রস্তাব দেওয়া হয়। কাস্টিং ডিরেক্টরের পাঠানো মেসেজের চ্যাট ফাঁস করে কুণাল জানান, তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কটাক্ষ করে লেখেন, “আমি বরং মানসিক হাসপাতালে যেতে চাই।”
সম্প্রতি মুম্বইয়ের এক শো-তে শিবসেনার ভাঙন ব্যঙ্গ করে উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলায় কুণাল পড়েন চরম বিতর্কে। একাধিকবার পুলিশের সমন, শো বাতিল, এমনকি 'বুক মাই শো' থেকে ব্ল্যাকলিস্টেড হন তিনি। তবুও নিজের বক্তব্যে অনড় থেকে কৌতুকের মাধ্যমে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। ‘বিগ বস’ প্রত্যাখ্যান করায় ফের আলোচনায় কুণাল।
রাজু