ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শাড়ির আবেগে আপ্লুত কঙ্গনা, ভক্তের উপহারে হার মানালেন বলিউড পুরস্কার

প্রকাশিত: ১৮:৫৫, ৯ এপ্রিল ২০২৫

শাড়ির আবেগে আপ্লুত কঙ্গনা, ভক্তের উপহারে হার মানালেন বলিউড পুরস্কার

বলিউডের স্পষ্টভাষী ও প্রতিভাবান অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও সংবাদের শিরোনামে। তবে এবার আলোচনার কারণ কোনও বিতর্ক নয়, বরং একটি কাঞ্জিভরম শাড়ি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমারজেন্সি’–তে নাম ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এক ভক্ত তাকে চিঠি ও শাড়ি উপহার পাঠান। এই উপহার পেয়ে আবেগে আপ্লুত কঙ্গনা ইনস্টাগ্রামে লেখেন, “এই শাড়ি এবং চিঠিই আমার জীবনের সেরা পুরস্কার। বলিউডের অকেজো ট্রফিগুলোর চেয়ে এগুলোর মূল্য অনেক বেশি।”

‘রাষ্ট্রপতি পুরস্কার’প্রাপ্ত এই বলিউড কুইন উপহার পাওয়া শাড়ি জড়িয়ে ধরার মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেন। এক পর্যায়ে বলিউডের তথাকথিত পুরস্কারগুলোকে ‘ছুঁড়ে ফেলে’ শাড়িকেই নিজের শ্রেষ্ঠ অর্জন বলে উল্লেখ করেন তিনি।

তবে কঙ্গনার স্পষ্টভাষী মনোভাব অনেক সময় ভক্ত ও সহশিল্পীদের দ্বিধায় ফেলে। কেউ কেউ মনে করেন, তিনি আলোচনায় থাকতে ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করে থাকেন। তা সত্ত্বেও, 'ইমারজেন্সি'-তে তাঁর অভিনয় ইতোমধ্যে দর্শকদের হৃদয় জয় করেছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর এখন সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে।

এই আবেগঘন মুহূর্ত যেন আবারও প্রমাণ করলো, সৃজনশীলতার প্রকৃত স্বীকৃতি পুরস্কারের চেয়ে অনুভবেই বেশি।

রাজু

×