
দীর্ঘ প্রস্তুতির পর হঠাৎ করেই স্থগিত হয়ে গেল 'সবার আগে বাংলাদেশ কনসার্ট'। বিএনপির সংস্কৃতিক সংগঠন 'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন' আয়োজিত এই কনসার্ট নিয়ে বেশ আশাবাদী ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তবে কনসার্ট স্থগিতের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, জানিয়ে দিয়েছেন আর থাকবেন না এই আয়োজনে।
মঙ্গলবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ লেখেন, “এই দেশ নয়, ঐ দেশ নয়, শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়েই আয়োজন করা হয়েছিল ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। কিন্তু গতকাল উচ্চপর্যায়ের এক বৈঠকের পর সিদ্ধান্ত আসে—এই কনসার্ট স্থগিত।”
তিনি আরও লেখেন, “প্যালেস্টাইনের মর্মান্তিক পরিস্থিতির কারণে ১১ এপ্রিলের কনসার্ট একদিন পিছিয়ে ১২ এপ্রিল করা হয়েছিল। এরপরও স্থগিতের সিদ্ধান্তে আমি অত্যন্ত হতাশ। আমার দীর্ঘ ক্যারিয়ারে দেখেছি—যেকোনো বৈশ্বিক সংকটে প্রথম আঘাতটা আমাদের শিল্পীদের ওপরই আসে। করোনাকাল ছিল তার বড় উদাহরণ।”
এই কনসার্ট নিয়ে নিজের আগ্রহ ও আশার কথাও জানিয়েছেন আসিফ। বলছেন, “শিল্পী, মিউজিশিয়ান, সাউন্ড-লাইট টিমসহ সবাইকে নিয়ে কনসার্টটি হয়ে উঠেছিল একটা আশার জায়গা। কেবল শিল্পী সমাজ নয়, কনসার্টের অপেক্ষায় ছিলেন কোটি শ্রোতা। সবাই বঞ্চিত হলেন।”
সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে আসিফ বলেন, “আমার টিমকে জানিয়ে দিয়েছি—আমি আর এই কনসার্টে থাকবো না। দেশে কনসার্ট আয়োজন যেন দিনকে দিন অধরাই হয়ে যাচ্ছে শিল্পীদের জন্য। আমি একজন শিল্পী, এটা আমার পেশা। এই অনিশ্চয়তায় আর থাকবো না। ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট হোক, সফল হোক—এই শুভকামনা থাকলো। আমি থাকবো না, রূপকথার সেই অন্ধ রাজকুমারের মতো নিজের জায়গাতেই থাকি।”
তবে তাতে থাকছেন না দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রাজু