
ছবি সংগৃহীত
গত কয়েক বছরে বলিউডে পরিবারতন্ত্র থেকে স্বজনপোষণ নিয়ে বার বার সরব হয়েছেন বহিরাগতরা। বলিউডের অন্দরে কপূর থেকে খন্না, কুমার, খানেদের প্রভাবের কথা সকলেরই প্রায় জানা। পদবি ধার ও ভার বহন করে পরবর্তী প্রজন্ম। এ ক্ষেত্রে অবশ্য অভিনেত্রী কাজল একেবারে ছকভাঙা।
সিনেমা পরিবারের মেয়ে। মা তনুজা ও বাবা সোমু মুখোপাধ্যায়— দুই দিকেই পারিবারিক আভিজাত্য রয়েছে। কিন্তু অভিনয় জীবনের একেবারে প্রথম থেকেই নামের পাশ থেকে পদবি সরিয়ে ফেলেন কাজল। বলিউডে এমন দৃষ্টান্তও কম নেই, যেখানে প্রতিষ্ঠিত অভিনেত্রীরা অভিজাত স্বামীর পদবিও ব্যবহার করতে শুরু করেন বিয়ের পর। কাজল সে রাস্তাতে হাঁটেনি।
কী কারণে অভিনেত্রীর পদবিতে অনীহা! চলচ্চিত্র জগতে পা রাখার সময়ই তাঁর মা জিজ্ঞাসা করেছিলেন তিনি পদবি ব্যবহার করতে চান কিনা! তখনই তা প্রত্যাখান করেন কাজল। পারিবারিক পরিচিতি জোরে দর্শক মনে জায়গা করতে চাননি।
কাজলের কথায়, ‘‘আসলে এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। মা বলেছিলেন দুই তরফে আমার পারিবারিক পরিচিতি খুব জোরালো। সেটা ব্যবহার করতে চাই কি না! আমি অস্বীকার করি, নিজের পরিচয়ে বাঁচতে চেয়েছিলাম। অহেতুক নামের বোঝা নিতে চাইনি। চেয়েছিলাম শুধুমাত্র কাজল হিসেবে দর্শক চিনুন।’’
উল্লেখ্য, কাজলের মা তনুজাও সারাজীবন নাম পরিচয়েই অভিনয় করেছন। তাঁর মা, দিদিও বলিউডের খ্যাতনামী।
গৌতম/আশিক