ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

মস্কো উৎসবে ‘নয়া ঠিকানা’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ৮ এপ্রিল ২০২৫

মস্কো উৎসবে ‘নয়া ঠিকানা’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নয়া ঠিকানা’। এ উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের আরেক ছবি ‘মাস্তুল’। ৩০ মিনিট দৈর্ঘ্যরে ‘নয়া ঠিকানা’ সিনেমাটি নির্মাণ করেছেন শামসুদ্দীন আহমদ শিবলু। মস্কোতে নির্বাচিত হওয়া নিয়ে নির্মাতা শিবলু গণমাধ্যমকে বলেন, ভালো লাগছে সিনেমাটি নিয়ে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে আসতে পারব।

উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেই প্রক্রিয়া চলছে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমায় অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর। সিনেমার গল্পে দেখা যাবে হাওড় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের গল্প। পাশাপাশি ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণেও অনেক সময় মানুষকে যে বাধ্য হয়ে নিজের জন্মভূমি ছেড়ে অজানার পথে পা বাড়াতে হয়, সেই গল্পই সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা।

‘নয়া ঠিকানা’ নিয়ে নির্মাতা বলেন, শেকড়হীন একজন মানুষের জীবন কাটে ভাসমান কচুরিপানার মতো। তার ছোট একটা ঘরও পানিতে ভেসে যায়। তার ঠিকানা খোঁজার গল্প নিয়েই এগিয়েছে সিনেমা। ২০২১ সালের কিশোরগঞ্জে সিনেমাটির শূটিং হয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বসতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল, পর্দা নামবে ২৪ এপ্রিল।

×