
ইধিকা
ওপার বাংলার দর্শকপ্রিয় নাট্যাভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশে হিমেল আশরাফ পরিচালিত আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’য় অভিনয়ের মধ্যদিয়ে তার ২০২৩ সালের ২৯ জুন সিনেমায় অভিষেক হয়। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেই প্রথম সিনেমা দিয়েই বিশেষত বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
এক ‘প্রিয়তমা’ই তাকে যে খ্যাতি এনে দিয়েছেন দুই বাংলার দর্শকের কাছে তাতে রাতারাতি সুপারস্টার তারকায় পরিণত হন তিনি। আবার গেল বছর কলকাতায় দেবের বিপরীতে মুক্তিপ্রাপ্ত ‘খাদান’ সিনেমাতে অভিনয় করেও আলোচনার শীর্ষে ছিলেন ইধিকা পাল। এবার ঈদুল ফিতরে মুক্তি পেল বাংলাদেশের ইধিকা পালের দ্বিতীয় সিনেমা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’।
এই সিনেমাতেও ইধিকা পালের বিপরীতে শাকিব খান। যথারীতি ‘বরবাদ’ সিনেমাটি বাংলাদেশের মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন পর্যন্ত এই সিনেমা দর্শকের উপচেপড়া ভিড়ে রয়েছে আলোচনায়। ‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’ এও অভিনয় করে তুমুল আলোচনায় ইধিকা পালও। কলকাতা থেকে মুঠোফোনে কথা বলতে গিয়ে তারমধ্যে ভীষণ উচ্ছ্বাসের আভাস মিলে।
ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমা’য় কাজ করার অভিজ্ঞতাটা আসলে আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের ‘প্রিয়তমা’। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এই ভাবনাটা মাথায় ছিল যে আমাকে খুব ভালো করতে হবে যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু ‘বরবাদ’র ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে আমাকে আরও ভালো করে কাজ করতে হবে যাতে করে আগের পারফমেন্স থেকে যেন এক ধাপ হলেও ভালো হয়।
আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি-এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি, এই জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন ‘বরবাদ’-এ যেন সেই ভালোবাসা আরও বেড়ে যায় এমনটাও ভাবনায় ছিল আমার। সবমিলিয়ে ‘বরবাদ’ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে।
আমি বিশেষত বাংলাদেশের সকল দর্শকের প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম। ইধিকা জানান, এরইমধ্যে তিনি সোহমের বিপরীতে আকাশ মালাকারের ‘বহুরূপ’ সিনেমার কাজ শেষ করেছেন। এই মুহূর্তে তিনি ‘রঘু ডাকাত’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, যাতে তার বিপরীতে আছেন দেব। এটি নির্মাণ করছেন ধ্রুব ব্যানার্জি। আসছে দুর্গা পূজায় ‘রঘু ডাকাত’ মুক্তি পাবে বলে জানালেন ইধিকা।