ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার, যে তথ্য জানাল পুলিশ

প্রকাশিত: ১৫:৫৮, ৮ এপ্রিল ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার, যে তথ্য জানাল পুলিশ

ছবি: সংগৃহীত

একাডেমি পুরস্কারজয়ী জাপানের খ্যাতনামা অভিনেত্রী রয়োকো হিরোসুয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী এক নার্সকে আঘাত করার অভিযোগে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে শিজুওকা প্রিফেকচারের শিমাদা শহরে অবস্থিত একটি হাসপাতালে ৪৪ বছর বয়সী রয়োকো হিরোসুয়ে ওই নার্সকে লাথি মারেন এবং তার হাতে আঁচড় দেন।

এর আগে, শিন-টোমেই এক্সপ্রেসওয়েতে অভিনেত্রীর গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশের ভাষ্যমতে, দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় রয়োকোর ম্যানেজার তার সাথে গাড়িতে ছিলেন।

অন্যদিকে, রয়োকো হিরোসুয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাড়ি দুর্ঘটনার পর অভিনেত্রী ওই নার্সকে আঘাত করেছেন এবং আতঙ্ক সৃষ্টি করেছেন। এ কারণে তিনি আপাতত শোবিজে তার সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এ অভিনেত্রী শেষবার ২৯ মার্চ কাওশিউং শহরে তাইওয়েনের মেগাপোর্ট উৎসবে পারফর্ম করেন। এর আগেও ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে ছিলেন। তখন তিনি শেফ শুসাকু টোবার (৪৬) সাথে বিয়েবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন, এক মাস পর ক্যান্ডেল আর্টিস্ট জুন ইজুৎসুর (৫১) সঙ্গে তার বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন।

১৯৯০-এর দশকে ‘বিচ বয়েজ’ (১৯৯৭) এবং ‘হোয়েন দ্য সেন্টস গো মার্চিং ইন’ (১৯৯৮) এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন রয়োকো। এছাড়া, তিনি অস্কারজয়ী 'ডিপার্টারস' (২০০৮) সিনেমাতেও অভিনয় করেছেন।

শিহাব

×