
পুতুল ও ইউসুফ
মাজেদ চৌধুরীর লেখা ‘মনে পড়ে যায়’ গানে কণ্ঠ দিয়েছেন পুতুল ও ইউসুফ। গানটির সুর করেছেন ইউসুফ। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে সাউন্ডহ্যাকার। ইউসুফিয়ানা চ্যানেলে প্রকাশিত এই গানে পুতুলের সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী সৈয়দ রেজা আলী। বৃষ্টি নিয়ে প্রকাশিত এই গান শ্রোতা-দর্শককে মুগ্ধ করছে গেল ৩১ মার্চ ঈদের দিন থেকেই। পুতুল বলেন, সত্যিই মাজেদ ভাইয়ের লেখা এই গানটি এক অপূর্ব সৃষ্টি।
ইউসুফ দারুণ সুর করেছে। আমার বাড়তি প্রাপ্তি এই গানে মডেল হিসেবে আমি আমার স্বামী রেজাকে পেয়েছি। ধন্যবাদ মাজেদ ভাই ও ইউসুফকে। মাজেদ চৌধুরী বলেন, আমি অতি সাধারণ একজন গীতিকার। কিন্তু পুতুল ও ইউসুফ যে আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে তাদের কাছে আমি ঋণী। আমার খুব বেশি চাওয়া নেই। শুধু এতটুকুই চাওয়া যা লিখি মনের গভীর থেকেই লিখি, তা যেন শ্রোতা-দর্শকের মধ্যে ঠিকঠাক মতো যেন পৌঁছায়, যেমনটা পৌঁছাল মনে পড়ে যায় গানটি দিয়ে।
ভালোবাসা রইল পুতুল রেজা ও ইউসুফের প্রতি। ইউসুফ বলেন, মাজেদ ভাইয়ের কথার মধ্যে একটা আলাদা ভালোলাগা আছে। তার কথা আমার সুর শ্রোতা-দর্শকের মধ্যে একটা অন্যরকম দ্যোতনার সৃষ্টি যে করছে সেটা উপলব্ধি করতে পারছি। ধন্যবাদ শ্রোতা-দর্শককে।