
আবারও স্তন ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চলেছেন তাহিরা কাশ্যপ। সোমবার ইনস্টাগ্রামে নিজেই জানালেন এই দুঃসংবাদ। সাত বছর আগে, ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী, লেখিকা ও পরিচালক তাহিরা। কেমোথেরাপির সময় নিজের কামানো মাথার ছবি পোস্ট করে সাহসী মনোভাব দেখিয়েছিলেন তিনি। সেই সময় ক্যানসারকে জয় করে ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। সিনেমা নির্মাণে মন দিয়েছিলেন পুরোপুরি।
কিন্তু এবার আবারও ক্যানসার ফিরে এসেছে। ইনস্টাগ্রাম পোস্টে তাহিরা লেখেন, "সাত বছরের নিয়মিত স্ক্রিনিংয়ের পর বুঝেছি, নিয়মিত ম্যামোগ্রাম করানো কতটা গুরুত্বপূর্ণ। আমি সকলকে এই পরামর্শ দিচ্ছি। আমার জন্য দ্বিতীয় রাউন্ড... আমি এখনও প্রস্তুত।"
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "যখন জীবন তোমাকে লেবু দেবে, তখন লেবুর সরবত তৈরি করো। আসলে জীবন যখন উদার হয়ে তোমার দিকে কিছু ছুঁড়ে দেয়, তখন তাড়াহুড়ো না করে শান্তভাবে সেই লেবুর রস তোমার প্রিয় কালা খাট্টা সরবতে দাও। তারপর খুশি হয়ে তাতে চুমুক দাও। কারণ প্রথমবার যদি তুমি ভালোভাবে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো যে তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।"
আজ বিশ্ব স্বাস্থ্য দিবসেই এই বার্তা দিয়েছেন তাহিরা। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন – #নিয়মিত_স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও
তাঁর এই সাহসী ও ইতিবাচক মনোভাব অনুরাগীদের মনে ছুঁয়ে গিয়েছে। নেটিজেনদের একটাই প্রার্থনা— এবারও জয়ী হয়ে ফিরে আসুন তাহিরা।
রাজু