ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধছেন দীপিকা, সুহানার মায়ের চরিত্রে নতুন চমক!

প্রকাশিত: ২০:২৮, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:২৯, ৭ এপ্রিল ২০২৫

শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধছেন দীপিকা, সুহানার মায়ের চরিত্রে নতুন চমক!

বড়পর্দায় তাঁদের রসায়ন মানেই ম্যাজিক! 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'পাঠান' থেকে শুরু করে 'জওয়ান'—প্রতিবারই দর্শকদের মন কেড়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। এবার আবারও ফিরতে চলেছে এই জনপ্রিয় জুটি, তবে এক নতুন মোড়ে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের আগামী ছবি ‘কিং’-এ একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন কিং খান ও দীপিকা।জানা যাচ্ছে, এই ছবিতে দীপিকাকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে, তবে সেটি ছোট হলেও গুরুত্বে ভরা। সূত্র বলছে, দীপিকা এই ছবিতে অভিনয় করবেন শাহরুখ কন্যা সুহানা খানের মায়ের চরিত্রে। অর্থাৎ, শাহরুখ ও দীপিকা আবারও জুটি বাঁধছেন, এবার এক অন্যরকম পারিবারিক সম্পর্কের রসায়নে। চরিত্রটি গল্পে এক গুরুত্বপূর্ণ মোড় আনবে বলেই খবর। যদিও নির্মাতাদের তরফে এখনও অফিশিয়াল ঘোষণা হয়নি।

এদিকে, কাজের বাইরে দীপিকা সবসময় গুরুত্ব দেন মানসিক শান্তি ও মানসিক স্বাস্থ্যকে। তাঁর মতে, বলিউড তো বটেই, যেকোনও কর্মক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য আজও অবহেলিত। দীপিকা বরাবরই খোলাখুলি এই বিষয়ে কথা বলেন। প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা নিজেও ছোটবেলায় ব্যাডমিন্টনকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে তিনি গ্ল্যামার দুনিয়ার পথেই এগিয়ে যান।

মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করে দীপিকা প্রথম ছবিতেই পেয়েছিলেন শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের কাজের প্রতি নিষ্ঠাবান দীপিকা কখনোই পারিশ্রমিক নিয়ে মাথা ঘামান না, বরং মানসিক শান্তিকেই দেন সর্বোচ্চ গুরুত্ব।

সব মিলিয়ে, ‘কিং’ ছবিতে দীপিকার নতুন চরিত্র আর শাহরুখের সঙ্গে তাঁর রসায়ন ফের একবার দর্শকদের জন্য হতে চলেছে এক বড় চমক। এখন শুধু অপেক্ষা—কবে পর্দায় দেখা মিলবে এই বহু প্রতীক্ষিত জুটির নতুন রূপে!

রাজু

×