
ছবি: সংগৃহীত
লাক্স তারকা বা অন্যান্য বিজয়ীদের ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে প্রথমদিকে সুবিধা হয়। কারণ তখন সব মিডিয়া, সব ব্র্যান্ডের দৃষ্টি থাকে তাদের উপর। কিন্তু মিডিয়াতে ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে যোগ্যতা লাগবেই। বেসরকারি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এসব কথা বলেন চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার।
তিনি বলেন আমি ক্রাউন জেতার পরেই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, ভালো ভালো ব্রান্ড যেমন: বাংলালিংক, ভার্জিন, লিপটন এর টিভিসি করেছি এবং ভালো ভালো ডিরেক্টরের নাটক করছি। তখন সিনেমার বিষয়টা তেমন ছিল না।
তিনি আরো বলেন, প্রথমে কিছুদিন কাজের ক্ষেত্রে ক্রাউন জেতার জনপ্রিয়তা বা পরিচিতি কাজে লাগে। কিন্তু এটিকে যদি কন্টিনিউড করতে হয়, ক্যারিয়ারে উন্নতি করতে হয় তাহলে যোগ্যতা লাগবেই। শুধুমাত্র ক্রাউনের জনপ্রিয়তা দিয়ে ৪ থেকে ৫ বছরের বেশি টিকে থাকা সম্ভব না।
মায়মুনা