
ছবি: সংগৃহীত
গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন গায়ক।
রবিবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে...
গাজাবাসী নিয়ে সিয়ামের পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।
কেউ লিখেছেন, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুক। অন্য একজন লেখেন, ধ্বংস হোক সেই শাসক গুলা, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও গাজাবাসীর পাশে দাঁড়ায়নি। আসিফ ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা সিয়াম আহমেদসহ অনেকে।
শহীদ