
ছবি: সংগৃহীত
১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। এর আগে গতবছরের ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবসে’ উপলক্ষ্যে কনসার্ট আয়োজন করেছিল ফাউন্ডেশনটি। বিজয় দিবস উদযাপনের কনসার্টটি শুধু ঢাকায় অনুষ্ঠিত হলেও এবার চার বিভাগীয় শহরে গাইবেন দেশ সেরা কণ্ঠশিল্পীরা।
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হবে। যার মধ্যে রাজধানী ঢাকাই মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন নগর বাউল তারকা জেমসসহ কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, আগুন, মিলা, হায়দার হোসেন, জেফার, পড়শী। এছাড়াও পারফর্ম করবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আফটার ম্যাথ ও আপেক্ষিক।
একই সময়ে খুলনা জেলা স্টেডিয়ামে গানে গানে মাতাবেন ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, বাংলা ফাইভ, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, কাগুল, কুঁড়েঘর, বিবর্তনের সদস্যদের পাশাপাশি কণ্ঠশিল্পী আসিফ আকবর, মনির খান, বালাম, তাহসান খান, কনা, নাসির, পলাশ, জয় শাহরিয়ার, লিজা, রুখসার রহমান ও টুনটুন বাউল।
অন্যদিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে উপস্থিত শ্রোতাদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দিতে একে একে মঞ্চে উঠবে ব্যান্ড সোলস, মাইলস, লালন, অ্যাশেজ, আর্ক, বে অব বেঙ্গল। এছাড়াও চট্টগ্রামের সাগর পাড়ের মানুষদের মন মাতাবেন কণ্ঠশিল্পী ইমরান, সালমা, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, ইথুন বাবু, পরাণ আহসান, ও মৌসুমী।
স্বাধীনতা দিবসের অন্য আর একটি কনসার্ট অনুষ্ঠিত হবে বগুড়া জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে। যেখানে দর্শকদের সুরের মূর্ছনায় ভাসাবেন নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, খুরশীদ আলম, হৃদয় খান, মিজান, কর্নিয়াসহ ব্যান্ড আর্টসেল, ডিফারেন্ট টাচ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, এমএনবি ও বাগধারা।
আয়োজকরা জানিয়েছে, ১১ এপ্রিল বেলা ৩টায় শুরু হয়ে এ আয়োজন চলবে রাত ১১টা পর্যন্ত। এতে তারকা ও তরুণ শিল্পী এবং জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশন যেমন থাকছে, তেমনি দেশীয় সংস্কৃতি তুলে ধরতে থাকছে স্থানীয় লোকগানের পরিবেশনা।
শহীদ