
.
লাক্স তারকাখ্যাত অভিনেত্রী শারমীন জোহা শশী। যাকে অনেকেই ‘হাজার বছর ধরে’ সিনেমার টুনি হিসেবেই চিনেন জানেন। কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত এ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছিলেন শশী। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রিয়াজ। এবারের ঈদে বিভিন্ন অনুষ্ঠানের পূর্বে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দর্শকের মন কেড়েছে। গ্রামীণ ফোনের ‘বাবা ট্রেন আনতে গেছে’ শিরোনামের এই বিজ্ঞাপনে দীর্ঘদিন পর মডেল হিসেবে কাজ করেও বেশ সাড়া ফেলেছেন শশী।
বিজ্ঞাপনটিতে শশীর স্বামীর বিপরীতে মডেল হিসেবে আছেন ইউসুফ রাসেল ও শশী-রাসেল দম্পতির মেয়ের ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী আনিসা নূর আয়াত। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানভীর আহসান। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে বেশ সাড়া পাচ্ছেন শশী।
শশী বলেন, দীর্ঘদিন পর তাও আবার গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিজ্ঞাপনটির গল্প স্বামী-স্ত্রী ও সন্তানের। ছোট্ট মেয়েটিকে ঘিরেই গল্প। এই বিজ্ঞাপনটিতে কাজ করতে গিয়ে আমি আমার বাবাকে খুব মিস করেছি। গ্রামীণ ফোনের এই বিজ্ঞাপনটি যারাই দেখছেন বিশেষত আমার যারা পরিচিত তারাই বলছেন সবমিলিয়ে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ পরিচালক তানভীর আহসানকে, ধন্যবাদ কাস্টিং ডিরেক্টর এআর পিয়াসকেও।
ধন্যবাদ আমার সহশিল্পী ইউসুফ রাসেল ভাইসহ ছোট্ট মা মনি আনিসা আয়াতকেও। আনিসা আয়াত খুব সুন্দর অভিনয় করেছে। তার অভিনয়ে আমি আমার ছোটবেলা খুঁজে পেয়েছিলাম। বারবারই আসলে বাবাকে ঘিরেই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। শশী জানান, গেল ২৭ মার্চ এই বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে।