ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পরীমনির পাশে দাঁড়ালেন শিল্পী, লেখক, সাংবাদিক

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:১০, ৬ এপ্রিল ২০২৫

পরীমনির পাশে দাঁড়ালেন শিল্পী, লেখক, সাংবাদিক

.

সম্প্রতি চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মীর আনিত নির্যাতনের অভিযোগে গোটা নেট পাড়া যেন সরগরম। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন শোবিজাঙ্গনের কিছু শিল্পী, লেখক ও সাংবাদিক। সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন, গৃহকর্মী নির্যাতিত হয় যেমন সত্যি ঠিক তেমনি কিছু গৃহকর্মীর দ্বারা গৃহকত্রীও কম সমস্যার মুখোমুখি হন না। আসলে কিছু করার নেই। বিশেষ করে কর্মজীবী মায়েদের সন্তানের জন্য হলেও অপরিচিত একজনের ওপর ভরসা করতে হয়। সংবাদ মাধ্যম একটু সংবেদনশীল হোন। সব কিছুতে বাণিজ্য দেখবেন না। নির্যাতিতার পরিচয় গৃহকর্মীও হতে পারে আবার গৃহকত্রীও হতে পারে। সত্যিকারের ভুক্তভোগীর পাশে দাঁড়ান। পরীমনির মতো তারকাদের ঘাড়ে ভর করে আর কত শিরোনাম বেচবেন বলুন। আপনাদেরও নিশ্চয়ই কিছু দায় আছে, তাই না?
ন্যান্সির মতোই পরীর পাশে দাঁড়িয়েছেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রীর সেই ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন, পরীমনির সুসময়ে আমি পাশে থাকি না। ওর দুঃসময়ে আমি ছুটে আসি। পরীমনির বিরুদ্ধে সে যে নোংরা ভাষায় কথা বলেছে, তাতে মনে হয় সে বদ একটি উদ্দেশ্য নিয়ে পরীমনিকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে তাকে অনেকেই সাহায্য করছে। পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে তার জঘন্য মন্তব্য সব রকম সীমা অতিক্রম করেছে। এদিকে নিজের বিরুদ্ধে থানায় জিডি দায়েরের ঘটনায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরী। সেই ঘটনা তুলে ধরে নায়িকার পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক মুন্নি সাহা। পরীর একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, আমাদের আদরের পরীটা এমনই থাকুক।

×