ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ

প্রকাশিত: ২২:০৯, ৬ এপ্রিল ২০২৫

মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মা কিম ফার্নান্দেজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এ খবর।

জানা গেছে, গত ২৪ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় কিম ফার্নান্দেজকে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান জ্যাকুলিন। সে সময় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে উদ্বিগ্ন মুখে হাসপাতালের ভেতরে ছুটে যেতে দেখা যায়।

মায়ের পাশে থাকার জন্য অভিনয়জগতের সব কাজ থেকে বিরতি নিয়েছিলেন জ্যাকুলিন। এমনকি চলতি বছরের ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও তা বাতিল করেন তিনি।

এই দুঃসময়ে অভিনেত্রীকে সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে যান বলিউড সুপারস্টার সালমান খান।

উল্লেখ্য, জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত ছিলেন। আর তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার নাগরিক।

রাজু

×