
ছবি: সংগৃহীত
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক 'সিআইডি' এবং তার অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমন—শিবাজী সতমের অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে এই চরিত্রটি প্রতিটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে সিআইডির পরবর্তী পর্বে আর দেখা যাবে না এসিপি প্রদ্যুমনকে। সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আইকনিক চরিত্রটির মৃত্যু পর্দায় দেখানো হয়েছে, কারণ শিবাজী সতম আর এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন। অভিনেতা নিজেই চরিত্রটিতে বিরতি নিতে চেয়েছিলেন, আর তার কারণেই পর্দায় এসিপি প্রদ্যুমনের মৃত্যুর দৃশ্য দেখানো হয়েছে। তবে এই খবরটি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন সিআইডি ভক্তরা।
১৯৯৮ সাল থেকে সিআইডির প্রধান চরিত্র হিসেবে এসিপি প্রদ্যুমনকে দর্শকরা দেখে আসছিলেন। তবে সম্প্রতি প্রচারিত শেষ পর্বে দেখা যায়, ভয়ঙ্কর অপরাধী বার্বোজা এসিপি প্রদ্যুমনের জন্য একটি বিস্ফোরণ ফাঁদ পেতেছিল, যেখানে তার মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়।
এই ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলার পর, শনিবার (৫ এপ্রিল) রাতে সনি টিভি তাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করে যে, এসিপি প্রদ্যুমন আর জীবিত নেই। সেই পোস্টে লেখা ছিল, "একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমন (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমনের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।"
এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা শোক ও ক্ষোভে ফেটে পড়েছেন। একজন ভক্ত লিখেছেন, "আমাদের প্রিয় চরিত্র, যার সঙ্গে একটি পুরো প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে, তাকে এমনভাবে শেষ করে দিলেন?" আরেকজন মন্তব্য করেছেন, "এটা শুধু এসিপি প্রদ্যুমনের মৃত্যু নয়, এটি সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যুও। আপনারা একটা চরিত্র নয়, একটি ইতিহাসকে শেষ করে দিলেন।"
শিবাজী সতম ২৭ বছর ধরে এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার প্রজ্ঞা, সাহস, নেতৃত্ব এবং ন্যায়বোধ দর্শকদের মাঝে এক অনন্য প্রভাব ফেলেছিল। তবে অভিনেতা নিজেই এই চরিত্র থেকে বের হতে চাইছিলেন, আর তারই ফলস্বরূপ পর্দায় চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছে।
উল্লেখ্য, বিপি সিং নির্মিত ও প্রযোজিত 'সিআইডি' ধারাবাহিকটি ১৯৯৮ সাল থেকে সনি টিভিতে প্রচারিত হচ্ছে এবং এই দীর্ঘ সময়ে ১৬০০টিরও বেশি পর্ব সম্প্রচারিত হয়েছে। এটি ভারতের অন্যতম দীর্ঘতম চলমান ধারাবাহিক নাটক হিসেবে পরিচিত।
শিহাব