
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন আর অভিনয়ে তেমন সক্রিয় নন। তার অধিকাংশ সময় এখন কাটছে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া এবং সন্তানের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হিসেবে হাজির হয়ে অপু তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু চমকপ্রদ মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে 'র্যাপিড ফায়ার' সেগমেন্টে অপু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়, "আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে আপনি কী করবেন?" এর উত্তরে অপু বলেন, "পরকীয়া বন্ধ করে দিব। এমন একটি আইন বানাবো, যাতে দশজনের সামনে পাথর দিয়ে মারার শাস্তি হয়।"
অপু বিশ্বাসকে আরেকটি প্রশ্ন করা হয়, "জীবনের কোন অভ্যাস পরিবর্তন করতে চান?" জবাবে তিনি জানান, "মানুষকে বেশি বিশ্বাস করি এবং মনের সব কথা বলে ফেলি, এ অভ্যাসটি পরিবর্তন করা দরকার।"
অপু বিশ্বাস তার দীর্ঘ ক্যারিয়ারে অর্থ ও খ্যাতি দুটোই অর্জন করেছেন, তবে অনুষ্ঠানে সঞ্চালক যখন তাকে জানতে চান, ‘টাকা নাকি খ্যাতি, কোনটা বেশি চান?’ অপু সোজাসুজি বলেন, “টাকা।”
এরপর, সঞ্চালক কিছু জনপ্রিয় তারকার নাম উল্লেখ করলে অপু বিশ্বাস তাদের নিয়ে মন্তব্য করেন। শাকিব খান সম্পর্কে অপু বলেন, “সৃষ্টিশীল এবং ব্যবসায়ী।” মৌসুমীকে নিয়ে বলেন, “অ্যাডরেবল হট।” মেহজাবীন চৌধুরীকে নিয়ে বলেন, “সুইট।” আফরান নিশোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অপু বলেন, “একটু দাম্ভিক।” আর জায়েদ খান সম্পর্কে তার মন্তব্য ছিল, “নেতা, নেতা টাইপ।
কানন