
ছবিঃ সংগৃহীত
বাংলা চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টি করা চলচ্চিত্র 'বরবাদ' এর প্রযোজক শাহরিন আক্তার সুমি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি দর্শকদের আরও ভালো সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযোজনা জগতে তার এই অভিষেক সিনেমা ‘বরবাদ’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
তিনি বলেন, "অনেক ভালোবাসা পাচ্ছি দর্শকদের কাছ থেকে। অনেক রিভিউ, মেসেজ, কল পাচ্ছি—আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।"
সুমি আরও জানান, "আমি নিজেই ফিল করছি এই টিকিট সংকট। আমি ৯৯ ব্যাচের এসএসসি। আমার বন্ধুরা পুরো একটা থিয়েটার বুক করতে চেয়েছে, কিন্তু টিকিট পাচ্ছে না। একসাথে দেখতে পারছে না, সেটা নিয়ে ওরা দুঃখ করছে। তবে আমি মনে করি এটা দর্শকের ভালোবাসা। এটা সত্যিই আনন্দের।"
বর্তমানে ‘বরবাদ’ দেশের ১২০টি হলে চলছে, যার বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন। অনেক হল যেখানে দীর্ঘদিন ধরে দর্শক ছিল না, সেখানেও এখন ভিড় করছেন সিনেমাপ্রেমীরা।
ইমরান